Festival and celebrations

2 hours ago

Kartik Purnima:কার্তিক পূর্ণিমায় পুণ্যস্নান ভক্তদের; অযোধ্যা, জব্বলপুরে ভিড় জমেছে ঘাটে

Punyasnan devotees on Kartik Purnima; Ayodhya, Jabalpur are crowded at the ghats
Punyasnan devotees on Kartik Purnima; Ayodhya, Jabalpur are crowded at the ghats

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : উত্তর প্রদেশের অযোধ্যা হোক অথবা মধ্যপ্রদেশের জব্বলপুর, কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে শুক্রবার ভোর থেকেই নদীর ঘাটে ভিড় জমালেন অগণিত ভক্তরা। পুণ্যস্নানের পর চলল পূজার্চনা। কার্তিক পূর্ণিমার শুভ মুহূর্তে সরযূ, নর্মদা ও গঙ্গায় পুণ্যস্নান করলেন ভক্তরা।

শুক্রবার ভোর থেকেই জব্বলপুরের নর্মদা নদীর ঘাটে ভিড় জমাতে থাকেন পুণ্যার্থীরা। নর্মদা নদীতে পুণ্যস্নানের পর চলে পূজার্চনা। অযোধ্যায় সরযূ নদীতে পুণ্যস্নান করেন বিপুল সংখ্যক মানুষ। বিহারের পাটনায় গঙ্গাতেও একই দৃশ্য দেখা গিয়েছে। সেখানেও গঙ্গায় পুণ্যস্নানের পর চলে পূজার্চনা।


You might also like!