Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

1 year ago

Chhath Puja 2024: সূর্যের আলোয় হয় ছট পুজো, জেনে নিন পুজোর শুভ মুহূর্ত!

Chhath Puja
Chhath Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ছটপুজো হল সূর্যদেবতার আরাধনা। দিওয়ালি পরেই পালিত হয় ছটপুজো। জ্যোতিষীর মতে, মহান উৎসব ছট, কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে সপ্তমী তিথি পর্যন্ত পালিত হয়।

 এই সময় সূর্য দেবতার পূজা করা হয়। ছট শুরু হয় স্নান - খাওয়ার মাধ্যমে৷ এটি কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়। পরদিন পালিত হয় খরনা। একই সময়ে, কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অস্তগামী সূর্যদেবকে এবং সপ্তমী তিথিতে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শেষ হয় ছট পুজো। ব্রতী খর্না পূজার পর, ৩৬ ঘন্টা জল ছাড়া উপোসও করতে হয়।

পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি ৭ নভেম্বর সকাল ১২:৪১ মিনিটে শুরু হবে এবং ৮ নভেম্বর ১২:৩৪ মিনিটে শেষ হবে। ৭ নভেম্বর সন্ধ্যা থেকেই অর্ঘ্য দেওয়ার পুজো শুরু হবে৷ যা চলবে ৮ই নভেম্বর সকালের অর্ঘ্য দেওয়া পর্যন্ত।

এই দিনে ভক্তরা গঙ্গাসহ পবিত্র নদীতে স্নান ও ধ্যান করে সূর্যদেবের পূজা করেন। এর পর সে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে। খাবারে চাল, ডাল এবং করলা সবজি খাওয়া হয়। পঞ্জিকা গণনা অনুসারে, স্নান-খাওয়ার তারিখ ৫ নভেম্বর।

You might also like!