কলকাতা, ১০ জুলাই : “গুরু পূর্ণিমার এই শুভক্ষণে রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।” বৃহস্পতিবার শুভেচ্ছা ও প্রণাম জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। তিনি এক্সবার্তায় লিখেছেন, এই পবিত্র দিনে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই তাঁদের প্রতি যাঁরা জ্ঞান, মূল্যবোধ ও আদর্শের পথ দেখিয়ে আমাদের গড়ে তুলেছেন। গুরুজনের দ্বারা সঞ্চারিত শিক্ষা এবং আশীর্বাদেই গড়ে ওঠে একটি সুশৃঙ্খল সমাজ। তাঁদের প্রতি প্রণতি জানিয়ে আমরা আজ আরও একবার দৃঢ় সংকল্প করি জ্ঞান, ন্যায় ও মানবিকতার পথে চলার।”
গুরু পূর্ণিমার এই শুভক্ষণে রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 10, 2025
এই পবিত্র দিনে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই তাঁদের প্রতি
যাঁরা জ্ঞান, মূল্যবোধ ও আদর্শের পথ দেখিয়ে আমাদের গড়ে তুলেছেন।
গুরুজনের দ্বারা সঞ্চারিত শিক্ষা এবং আশীর্বাদেই গড়ে ওঠে একটি সুশৃঙ্খল সমাজ। তাঁদের প্রতি… pic.twitter.com/uTjT6jLqfe