পাটনা, ৯ জুলাই : সকাল থেকেই বনধের প্রভাব পড়ল বিহারে। বুধবার সকালে পাটনা জেলার মানেরের ৩০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বনধ সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। জেহনাবাদ স্টেশনে রেল অবরোধ করা হয়। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের (এসআইআর)-এর বিরুদ্ধে ও 'বিহার বনধ'-কে সমর্থন করে মহাজোট নেতারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। অন্যদিকে, ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগী সংগঠনের যৌথ ফোরামের ডাকা 'ভারত বনধ'-কে সমর্থন জানিয়ে জেহানাবাদ রেলস্টেশনে রেললাইন অবরোধ করেন আরজেডি-র ছাত্র শাখার সদস্যরা। বনধ সমর্থনকারীরা বাত্তিস ভাওয়ারিয়ার কাছে ৮৩ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তারা জেহানাবাদ কোর্ট রেলওয়ে স্টেশনে পাটনা-গয়া যাত্রীবাহী ট্রেনও বন্ধ করে দেন।