দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই নতুন ভাবনা, নতুন নির্মাণ—আর এবার সেই চেনা ছকের বাইরে গিয়ে কল্যাণী রথতলা সর্বজনীন পুজো কমিটি হাজির এক ব্যতিক্রমী থিম নিয়ে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরের আদলে গড়ে উঠছে মণ্ডপ, আর থিম প্রকাশ হতেই শুরু হয়ে গেছে দর্শকদের উৎসাহের জোয়ার। স্থানীয় থেকে বাইরের দর্শনার্থী—সবাই অধীর আগ্রহে অপেক্ষায় পুজোর দিনগুলির জন্য।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সংস্কৃতি বিশ্বব্যাপী কীভাবে ছড়িয়ে পড়েছে, সেই ভাবনাকে সামনে রেখেই এই থিম বেছে নেওয়া হয়েছে। একাধিক ঐতিহ্যবাহী শিল্পরীতি মেনে এই মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে প্লাই, থার্মোকল, ফাইবার ও আলো-আঁধারির বিশেষ কারিগরি। প্রতিমাও থাকবে থিম অনুযায়ী, যেখানে মাটির সঙ্গে আধুনিক স্পর্শ থাকবে।মণ্ডপের উদ্বোধন হবে পুজোর আগেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। দর্শনার্থীদের জন্য থাকতে পারে তথ্যচিত্র, যেখান থেকে তাঁরা জানতে পারবেন মূল স্বামী নারায়ণ মন্দিরের ইতিহাস ও স্থাপত্যের বিশদ বিবরণ।আশা করা যায়, এবছরের পুজোয় কল্যাণী রথতলা হয়ে উঠবে অন্যতম দর্শনীয় গন্তব্য।