West Bengal

1 day ago

Accident in Chandrakona: চন্দ্রকোনা রোডে দুর্ঘটনায় মৃত্যু একজনের, জখম বেশ কয়েকজন

Chandrakona Accident
Chandrakona Accident

 

পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট : সাতসকালেই পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকাপ ভ্যান। জানা গিয়েছে, ওই ভ্যানে প্রায় ১০ জন শ্রমিক ছিলেন। সকলেই গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায়।

শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে একজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০। মৃতের নাম সামিম মণ্ডল (২১)। দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার ধারে। যার জেরেই ঘটে দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র রেফার করা করা হয়েছে।

You might also like!