International

8 hours ago

India China meeting 2025:চিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের ওপর মোদীর

PM Modi meets Chinese President
PM Modi meets Chinese President

 

তিয়ানজিননয়াদিল্লি, ৩১ আগস্ট: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিয়ানজিনে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি-এর মধ্যে বৈঠক হয়। দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুতের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "গত বছর কাজানে আমাদের খুব ফলপ্রসূ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্কের ইতিবাচক দিকনির্দেশনা দিয়েছেসীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। আবার শুরু হয়েছে কৈলাস মানসরোবর যাত্রা। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু করা হচ্ছে। উভয় দেশের ২.৮ বিলিয়ন জনগণের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে সম্পর্কিতএতে সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত হবেআমরা পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"

You might also like!