Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Uttarakhand rain updates: এখনই বৃষ্টি থামবে না উত্তরাখণ্ডে, জারি ভারী বর্ষণের সতর্কতা

Uttarakhand Red Alert
Uttarakhand Red Alert

 

দেহরাদূন, ৩০ আগস্ট : উত্তরাখণ্ডে আপাতত বৃষ্টির কমার কোনও লক্ষণ নেই। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) উত্তরাখণ্ডের বাগেশ্বর, চম্পাবত, চামোলি, দেহরাদূন, উধম সিং নগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ ও অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাখণ্ডের বাসিন্দাদের ভারী বৃষ্টিপাত থেকে কোনও স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই। ভারতীয় আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্য-মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, গুজরাট, কেরল এবং উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন এবং গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তর-পশ্চিম ভারতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি।

You might also like!