নয়াদিল্লি, ১০ জুলাই : “গুরু পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা।” বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সঙ্গে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, “গুরু পূর্ণিমা উপলক্ষে সকল গুরুদের প্রতি আমি প্রণাম জানাই। ভারতীয় সংস্কৃতিতে, গুরু এবং শিষ্যের সম্পর্ক কেবল শিক্ষার মাধ্যম নয়, বরং আজীবন নির্দেশনারও। আমাদের ইতিহাসে, গুরুরা সর্বদা শিষ্যদের মধ্যে নৈতিক মূল্যবোধ, জ্ঞান, আচরণ, সংস্কৃতি এবং মাতৃভূমির প্রতি আনুগত্য জাগিয়ে তোলার জন্য কাজ করেছেন। এই উপলক্ষে, আমি দেশ গঠনে অবদান রাখা সকল গুরুদের প্রতি আমার শুভেচ্ছা জানাই।”