কাটরা, ২৫ জানুয়ারি : ভারতীয় রেল শনিবার শ্রী মাতা বৈষ্ণো দেবী রেল স্টেশন কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান শুরু করেছে। এই ট্রেনটি বিশেষভাবে সজ্জিত। ট্রেনটি আঞ্জি খাদ সেতুর মধ্য দিয়েও যাবে যা ভারতের প্রথম কেবল-স্টেড রেল সেতু এবং চেনাব সেতু যা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। কাশ্মীর উপত্যকার ঠান্ডা আবহাওয়া অনুযায়ী ট্রেনটিকে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। এই ট্রেন চালু হলে বিশেষভাবে উপকৃত হবেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা।