দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনেতা-প্রযো্যক যিশু সেনগুপ্ত ~ নীলাঞ্জনা সেনগুপ্তের ২০ বছরের দাম্পত্যে ফাটল দেখা দিয়েছে যা নিয়ে এখন টলিপাড়ায় এখন জোর জল্পনা। নীলাঞ্জনা সমাজমাধ্যম থেকে সেনগুপ্ত পদবী ও যিশুর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলা থেকে এ জল্পনার শুরু। আর এই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে যিশু-নীলাঞ্জনা জুটির অনুরাগীদের। তাঁদের আশা, আবার সব ঠিক হয়ে যাবে তারকা জুটির মধ্যে। এই জল্পনার মধ্যেই মায়ের জন্য একটি পোস্ট করলেন ওঁদের বড়ো মেয়ে উমা সিনেমায় মূল চরিত্রে অভিনীত সারা সেনগুপ্ত।
তাঁর কথায়, তাঁর মা হলেন সবচেয়ে শক্তিশালী মহিলা। নীলাঞ্জনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সারা লেখেন, ‘স্ট্রংগেস্ট ওম্যান ইন দ্য গেম’। অনুরাগীদের আন্দাজ, এই লড়াইয়ে মায়ের পাশে রয়েছেন সারা। মঙ্গলবার নিজের সমাজমাধ্যমে সারা নিজের একটি রিল পোস্ট করেন আর হাসিমুখে মেয়েকে দেখে নীলাঞ্জনা মন্তব্য করেন, “সোনা মেয়ে, এ ভাবেই মুখে যেন হাসি লেগে থাকে”
উল্লেখ্য খবর, গত সপ্তাহে নীলাঞ্জনা একটি পোস্ট করেন। সেই পোস্টে যিশু-পত্নী জানান, তাঁর শক্তির উৎস হলেন তাঁর দুই মেয়ে সারা ও জ়ারা এবং বোন চন্দনা। সেই পোস্টে ছিল না যিশুর নাম। এই পোস্টেই জল্পনা আরও ঘনীভূত হয়, তাঁদের সংসারে চিড় ধরেছে। টলিপাড়ায় গুঞ্জন, তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। মুম্বই গিয়েই নাকি এই মহিলার সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে যার জেরেই সংসারে ভাঙন। শোনা গিয়েছে, নীলাঞ্জনা খবরটি পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন যেটার জন্য এক হাসপাতালে কয়েকদিন ভরতি ছিলেন।