Game

3 days ago

Boxing Legend George Foreman Dies: দুইবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেলেন

Boxing Legend George Foreman
Boxing Legend George Foreman

 

টেক্সাস, ২২ মার্চ : সর্বকালের অন্যতম দুবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান শুক্রবার মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর পরিবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করেছে। ১৯৬৮র অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ফোরম্যান দুইবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন এবং হল অফ ফেম বক্সার ছিলেন। প্রয়াত জর্জ ফোরম‍্যান ১৯৭৪ সালে মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ‍্য জাঙ্গল’ লড়াইয়ে হেরে গিয়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হাতছাড়া করেন। এই লড়াই ছিল সর্বকালের সবচেয়ে বিখ্যাত লড়াই এবং "হোয়েন উই ওয়্যার কিংস" ছবিটিতে এই লড়াইটির বর্ণনা দেওয়া হয়েছে এবং তা সেরা তথ্যচিত্রের জন্য অস্কার জিতেছে। ১৯৭৩ সালে কেরিয়ারের শেষের দিকে ফোরম্যান আবারও ইতিহাস তৈরি করেন আরও ৫ বার লড়াই করে, যার মধ্যে সেরা লড়াই ছিল জো ফ্রেজিয়ারের বিরুদ্ধে জয়। ২৮ বছর বয়সে ফোরম্যান তাঁর অবসর ঘোষণা করেন এবং তাঁর জন্মস্থান টেক্সাসে একজন নিযুক্ত মন্ত্রী হিসেবে কর্মজীবন শুরু করেন।

You might also like!