Country

3 days ago

Bihar Diwas 2025: বিহার দিবসে স্কুল পড়ুয়াদের প্রভাতফেরি

School students morning procession on Bihar Day
School students morning procession on Bihar Day

 

পূর্ব চম্পারণ , ২২ মার্চ : বিহার দিবস উপলক্ষে শনিবার সকালে পূর্ব চম্পারণের মোতিহারি সমাহরণালয় থেকে স্কুল পড়ুয়ারা এক প্রভাতফেরি বের করে। প্রভাতফেরির সূচনা করেন জেলা আধিকারিক সৌরভ জোরওয়াল। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে অতিরিক্ত সমাহর্তা, উপ উন্নয়ন কমিশনার, সিভিল সার্জন সহ জেলার অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষা দফতরের আধিকারিক, মোতিহারি নগর নিগমের উপ-মহাপৌর সহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রভাতফেরিতে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে জেলা আধিকারিক সারা জেলা বাসীকে বিহার দিবসের অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বিহারের উজ্জ্বল ভবিষ্যতের কামনাও করেন।

You might also like!