দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের চর্চিত নায়িকা শ্রাবন্তী, তাঁর প্রেম ও বিবাহের জন্য তিনি সব সময়ই শিরোনামে থাকেন।এবার নারীপাচার চক্রের সাথে নাম জুড়ল টলিউডের এই হট নায়িকার। দাড়ান, দাড়ান ! ছিঃ ছিঃ , করার আগে পুরো ব্যাপারটা তো শুনুন, বাস্তবে নয়। এই ঘটনা আসলে সিনেমার গল্পের।
অভিনেত্রী আসলে নতুন একটি ছবিতে কাজ করতে চলেছেন পরিচালনায় রাজর্ষি দে-র ‘সাদা রঙের পৃথিবী’ তে । সেখানেই ভিলেন অবতারে প্রথম বার দেখা যাবে শ্রাবন্তীকে।
গল্পের প্লট খানিকটা এমন-বেনারসের এক বিধবা আশ্রম থেকে গোপনেই নারীপাচার চক্র চলছে। যার মূল কাণ্ডারী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গল্পে তাঁর নাম ভবানী। কীভাবে এই নারীব্যবসা চলছে আশ্রম থেকে সেই নিয়েই আবর্তিত হয়েছে গল্প।
ইতিমধ্যেই, ২২ মার্চ গোটা টিম নিয়ে বেনারসে পাড়ি দিয়েছেন শ্রাবন্তী। শুটিং শুরুর আগে সকলে বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন।তবে এটুকুই নয় এই ছবির আরো চমক বাকি আছে, ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমার হাত ঝরেই টলিউডে পা রাখতে চলেছেন এক রাজনীতিক। তিনি তৃণমূল নেত্রী তথা অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই সিনেমার কাস্টিং বেশ ঝাঁ চকচকে। রয়েছেন- সৌরসেনী মৈত্র, দেবলীনা কুমার, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়দের মতো অনেকেই।
ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে, শ্রাবন্তীর দ্বৈত চরিত্রের নাম শিবানী। তিনিই কেন্দ্রীয় চরিত্র।