Country

16 hours ago

Chandrababu Naidu: বিশ্ব অর্থনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে : চন্দ্রবাবু নাইডু

Chandrababu Naidu
Chandrababu Naidu

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : বিশ্ব অর্থনীতিতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। জোর দিয়ে বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সোমবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, "সমগ্র বিশ্বের মানুষ ভারতের উন্নয়ন দেখছে। এমনকি আমার সাম্প্রতিক দাভোস সফরের সময়ও আমি ভারতের উন্নয়নে অনেক আগ্রহ দেখেছি। বিশ্বব্যাপী অর্থনৈতিক বৃদ্ধির জন্য ভারত একটি ফ্যাক্টর। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভারত বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।" কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে নাইডু বলেছেন, "মানুষ সংকীর্ণভাবে চিন্তা করছে। আপনি যদি বাজেটের দিকে দেখেন, তবে এটি ২০৪৭ বিকশিত ভারতকে প্রতিফলিত করে।" অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, "আবহাওয়া দূষণ এবং রাজনৈতিক দূষণের কারণে মানুষ দিল্লিতে থাকতে চিন্তিত। উভয়ই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। গত ১০ বছরে দিল্লিতে শাসন ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এটি একটি ব্যর্থ মডেল।"

You might also like!