আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উত্তর পূর্বাঞ্চল সামগ্রিক বিকাশের পথে দ্রুতগতিতে এগিয়ে চলছে। এখন উত্তর পূর্বাঞ্চল সারা দেশে বিকাশ, উন্নত যোগাযোগ ও পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা ও বিনিয়োগের জন্য পরিচিতি পেয়েছে। স্বামী বিবেকানন্দ ময়দানে অফার অব অ্যাপয়েন্টমেন্ট বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, গত ১০ বছরে উত্তর পূর্বাঞ্চলের ইতিবাচক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিরা বহুবার এই অঞ্চল সফর করেছেন। যা বিগত সরকারগুলির সময় অকল্পনীয় ছিল। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে যাদেরকে অফার বিতরণ করা হয়েছে তাদের উদ্দেশ্যে রাজ্য ও দেশের উন্নয়নে সম্পূর্ণ নিয়োজিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের ৩৬৯টি ফার্মাসিস্ট ও ল্যাব টেকনেশিয়ান পদে এবং রাজ্য সরকারের ৩৭টি দপ্তরে জেআরবিটি কর্তৃক ২,৪৩৭টি মাল্টি টাস্কিং স্টাফের অফার অব অ্যাপয়েন্টমেন্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতীকি হিসেবে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত মন্ত্রিসভার সদস্যরা ৯ জনের হাতে অফার অব অ্যাপয়েন্টমেন্ট তুলে দেন।