নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের অযোধ্যার মিল্কিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৩.৩৪ শতাংশ। অন্যদিকে, তামিলনাড়ুর ইরোডে (পূর্ব) বিধানসভা আসনের উপনির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৯৫ শতাংশ। বুধবার সকাল ৭টা থেকে উত্তর প্রদেশের মিল্কিপুর এবং তামিলনাড়ুর ইরোডে (পূর্ব) আসনে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, মিল্কিপুর আসনের উপনির্বাচনে ভোটারদের আইডি কার্ড চেক করছে পুলিশ, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মিল্কিপুর বিধানসভা উপনির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী অজিত প্রসাদ বলেছেন, "ভোটদান সমাজবাদী পার্টির পক্ষে হচ্ছে, কিন্তু কিছু দুষ্টু উপাদান ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এখানকার পুলিশও ভোটারদের চাপ দিচ্ছে সমাজবাদী পার্টিকে ভোট না দেওয়ার জন্য, কিন্তু মিল্কিপুরের মানুষ শুধু আমাদের ভোট দিচ্ছে।"