পুরী, ১০ নভেম্বর : পুরীর জগন্নাথ মন্দিরে পূজার্চনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার দুপুরে প্রখর রোদের মধ্যেই প্রায় দুই কিলোমিটার হেঁটে জগন্নাথ মন্দিরে পৌঁছন রাষ্ট্রপতি। পরে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সঙ্গে জগন্নাথ মন্দিরে পূজার্চনা করেছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু’দিনের সফরে এদিনই ভুবনেশ্বরের বিমানবন্দরে পৌঁছন, সেখানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ওডিশার রাজ্যপাল অধ্যাপক গণেশী লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
রাষ্ট্রপতিকে তাঁর প্রথম ওডিশা সফরে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। এদিন দেশের রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও টুইট করা হয়। সেই ভিডিওতে দেখা যায়, পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি। মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুই দিকে ভক্তরা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পায়ে হেঁটেই জগন্নাথ মন্দিরে পৌঁছন দেশের রাষ্ট্রপতি।