Technology

2 hours ago

ola New scooter: ইলেক্ট্রিক স্কুটারের দুনিয়ায় নতুন চমক! 'ওলা' নিয়ে এলো জেনারেশন ৩ রেঞ্জের নয়া স্কুটার

OLA Electric Scooters
OLA Electric Scooters

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইলেক্ট্রিক স্কুটারের জগৎ -এ নতুন আবিষ্কার ওলার। এই সংস্থা নিয়ে এলো জেনারেশন ৩ রেঞ্জের নয়া স্কুটার। এই স্কুটারের অন্যতম বৈশিষ্ট্য হলো একবার চার্জ দিলেই ৩২০ কিলোমিটার পথ অতিক্রম করবে অনায়াসে।জেনারেশন ৩ সিরিজে ওলার নয়া স্কুটারগুলি হল Ola S1 Pro, Ola S1 Pro Plus, Ola S1X এবং Ola S1X Plus।

সংস্থার তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, আগের স্কুটারগুলিতে যেখানে হাব মোটর ব্যবহার করা হত সেখানে এই সিরিজের স্কুটারে থাকছে মিড ড্রাইভ মোটর এবং ইন্টিগ্রেটেড মোটর কন্ট্রোল ইউনিট। এছাড়া এতে থাকছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এর মধ্যে S1 Pro Plus স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার এবং একবার চার্জ দেওয়া হলে ৩২০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে স্কুটিটি। নয়া মডেলের দাম আগের মডেলগুলির তুলনায় ৩১ শতাংশ কম রাখা হয়েছে বলেই জানিয়েছে সংস্থা। এই সিরিজের স্কুটার ব্যাটারি ২ কিলোওয়াট থেকে ৫.৩ কিলোওয়াট পর্যন্ত পাওয়া যাবে। পছন্দ মতো ব্যাটারি সংগ্ৰহ করতে পারবেন গ্রাহকেরা।

S1 প্রো মডেলের জন্য শুধুমাত্র ৩ ও ৪ কিলোওয়াট ব্যাটারিই পাওয়া যাবে। এই মডেলের দাম (৩ কিলোওয়াট ব্যাটারি) ১,১৪,৯৯৯ টাকা, ৪ কিলোওয়াট ব্যাটারি যুক্ত মডেলের দাম ১,৩৪,৯৯৯ টাকা। গতি ১২৫ প্রতিঘন্টা। মাত্র ২.৭ সেকেন্ডে ০ থেকে ৪০ প্রতিঘন্টার সুবিধা মিলবে এটিতে। একচার্জে ছুটবে ২৪২ কিলোমিটার পথ। 

জানুন বিস্তারিত:

১। S1 প্রো মডেল: এই মডেল শুধুমাত্র ৩ ও ৪ কিলোওয়াট ব্যাটারি যুক্ত পাওয়া যাবে। মডেলে দাম (৩ কিলোওয়াট ব্যাটারি) ১,১৪,৯৯৯ টাকা, ৪ কিলোওয়াট ব্যাটারি যুক্ত মডেলের দাম ১,৩৪,৯৯৯ টাকা। গতি ১২৫ প্রতিঘন্টা। মাত্র ২.৭ সেকেন্ডে ০ থেকে ৪০ প্রতিঘন্টার সাহায্য সুবিধা। একচার্জে ছুটবে ২৪২ কিলোমিটার।

২। S1 Pro Plus মডেল:  এই মডেলটি শুধুমাত্র ৪ ও ৫.৩ কিলোওয়াট ব্যাটারিতেই পাওয়া যাবে। মডেলের দাম (৪ কিলোওয়াট ব্যাটারি) ১,৫৪,৯৯৯ টাকা, ৫.৩ কিলোওয়াট ব্যাটারি মডেলের দাম ১,৬৯,৯৯৯ টাকা। গতি ১৪১ কিলোমিটার প্রতিঘন্টা। মাত্র ২.১ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘন্টার গতি তুলতে পারবে। একচার্জে ছুটবে ৩২০ কিলোমিটার।

৩। S1X মডেল: এই মডেলের দাম (২কিলোওয়াট ব্যাটারির) ৭৯,৯৯৯ টাকা, ৩ কিলোওয়াট ব্যাটারের মডেলের দাম ৮৯,৯৯৯ টাকা এবং টপ ভেরেয়েন্ট ৪কিলোওয়াট ব্যাটারি যুক্ত মডেলের দাম ৯৯,৯৯ টাকা। গতি ১২৩ প্রতিঘন্টা। একচার্জে ছুটবে ২৪২ কিলোমিটার।

৪। S1X প্লাস মডেল: এই মডেল শুধুমাত্র ৪ কিলোওয়াট ব্যাটারি যুক্ত পাওয়া যাবে। যার দাম ১,০৭,৯৯৯ টাকা।গতি ১২৫ প্রতিঘন্টা। একচার্জে ছুটবে ২৪২ কিলোমিটার পথ।

You might also like!