Breaking News

 

Country

2 hours ago

Tamil Nadu Accident: শিবগঙ্গায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত ৩, বিক্ষোভে ছড়ালো উত্তেজনা

Tamil Nadu  Sivaganga Accident
Tamil Nadu Sivaganga Accident

 

শিবগঙ্গা, ১২ নভেম্বর : তামিলনাড়ুর শিবগঙ্গায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের ৩ সদস্যের। মৃতদের মধ্যে ২ বছরের একটি শিশুও রয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে। শিবগঙ্গার পুলিশ সুপার শিব প্রসাদ বলেন, মঙ্গলবার শিবগঙ্গা জেলায় পুলিশের গাড়ি ও একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় দুই বছরের একটি শিশু-সহ একই পরিবারের তিন সদস্য মারা গিয়েছেন। নিহতদের নাম প্রসাদ (২৫), তাঁর স্ত্রী সত্য (২০) এবং তাঁদের ছেলে অশ্বিন (২)।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, আনাঞ্জিয়ুর থেকে সোনাই ঈশ্বরী নামে এক আত্মীয়কে নিয়ে নিজেদের গ্রামে ফিরছিল পরিবারটি, সেই সময় সাক্কুডির কাছে দুর্ঘটনাটি ঘটে। রামানাথপুরম জেলা পুলিশের একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মারে বাইকে। প্রসাদ ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর স্ত্রী সত্য এবং তাদের শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সোনাই ঈশ্বরী গুরুতর আহত হন এবং সরকারি রাজাজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ দেখান,স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায়।

You might also like!