Country

2 hours ago

Massive Fire In Ghaziabad : গাজিয়াবাদে বাতিল সামগ্রীর গুদামে আগুন, আয়ত্তে আনল দমকল

Massive Fire In Ghaziabad
Massive Fire In Ghaziabad

 

গাজিয়াবাদ, ১২ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ আগুন লাগল একটি বাতিল সামগ্রীর গুদামে। বুধবার ভোররাত ২.১০ মিনিট নাগাদ গাজিয়াবাদের ভোপুরার কাছে বাতিল সামগ্রীর গুদামে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে গোটা গুদাম আগুনের লেলিহান শিখার কবলে চলে যায়। দমকলের ৯টি ইঞ্জিনের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

চিফ দমকল অফিসার রাহুল পাল বলেছেন, বুধবার ভোররাত ২.১০ মিনিট নাগাদ সাহিবাবাদ দমকল দফতরে জানানো হয়, ভোপুরার কাছে বাতিল সামগ্রীর গুদামে আগুন লেগেছে। কাঠ ও বাতিল সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীরা চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আবাসিক এলাকার কাছাকাছি থাকার কারণে, ক্রমাগত পাম্পিং-সহ আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

You might also like!