কলকাতা : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মুখে মমতার প্রশংসা। বিশ্ব বাণিজ্য সম্মেলনে দুই রাজ্যের সম্পর্ক নিয়ে কথা বলেন হেমন্ত সোরেন। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সম্মেলনে আসা শিল্পপতিদের নিজেদের রাজ্যেও স্বাগত জানান তিনি। বলেন, এখানে যাঁরা আছেন, যাঁরা এসেছেন, তাঁদের আমাদের রাজ্যেও স্বাগত। উদ্যোগনগরী হিসাবে আমাদের রাজ্যকে দেখার একটা আশা আমাদের আছে।
হেমন্ত সোরেন বলেন, ঝাড়খণ্ড এবং বাংলার মধ্যে এমন অনেক কিছু আছে, তাতে এক-এক সময়ে মনে হয় আমরা আলাদা কেন! দেশ-বিদেশ থেকে যত অতিথি এসেছেন, তাঁদের সঙ্গেও একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে বিনিয়োগের পরিসর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ঝাড়খণ্ড খনিজ সম্পদের রাজ্য। মাত্র ২৫ বছর হয়েছে আমাদের রাজ্য তৈরি হয়েছে। কিন্তু সামগ্রিক একটা বিকাশের দরজা খোলা হয়েছে