Country

13 hours ago

Chennai: ঘন কুয়াশা দৃশ্যমানতা তলানিতে চেন্নাইয়ে, প্রভাবিত বিমান পরিষেবা

Dense fog reduces visibility in Chennai
Dense fog reduces visibility in Chennai

 

চেন্নাই, ৪ ফেব্রুয়ারি : ঘন কুয়াশার কারণে চেন্নাইয়ে মঙ্গলবার বিমান চলাচল ব্যাহত হচ্ছে। চেন্নাইগামী বহু বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল চেন্নাই, কুয়াশা এতটাই বেশি ছিল যে দৃশ্যমানতা কমে যায়। আর এই দৃশ্যমানতার অভাবেই চেন্নাই বিমানবন্দর থেকে বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে।

চেন্নাই বিমানবন্দর থেকে অনেক বিমান দেরিতে ছেড়েছে। দীর্ঘ সময় ধরে উড়ান পরিষেবা প্রভাবিত হওয়ায় যাত্রীরা সমস্যার মধ্যে পড়েন। বহু যাত্রী গন্তব্যে পৌঁছতে পারেননি নির্দিষ্ট সময়ে।

You might also like!