নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : বিকশিত ভারতের জন্য আগামী দুই দশক খুবই গুরুত্বপূর্ণ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আগামী ৫ বছরে অনেক মাইলফলক অর্জন করতে চলেছি আমরা। মঙ্গলবার ভার্চুয়ালি ইন্ডিয়া এনার্জি সপ্তাহ ২০২৫-এর শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "বিশ্বের প্রতিটি বিশেষজ্ঞই বলছেন, একবিংশ শতাব্দী ভারতের। ভারত শুধুমাত্র নিজস্ব প্রবৃদ্ধিই চালাচ্ছে না, বরং বিশ্বের ও আমাদের এনার্জি সেক্টরের এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের এনার্জির উচ্চাকাঙ্ক্ষা ৫টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। আমাদের সম্পদ, উজ্জ্বল মানসিকতা, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, কৌশলগত ভূগোল এবং বৈশ্বিক সুস্থায়ীর প্রতিশ্রুতি রয়েছে। 'বিকশিত ভারত'-এর জন্য আগামী দুই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আগামী ৫ বছরে অনেক মাইলফলক অর্জন করতে যাচ্ছি।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "বিগত ১০ বছরে, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং আমরা আমাদের সৌর উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করেছি। এখন ভারত তৃতীত বৃহত্তম সৌর শক্তি উৎপাদনকারী দেশ। আমাদের অ-জীবাশ্ম জ্বালানী শক্তি তিনগুণ বেড়েছে। ভারত হল প্রথম দেশ, যারা প্যারিস জি-২০ চুক্তির লক্ষ্য পূরণ করেছে।"