Country

2 hours ago

Acharya Satyendra Das Dies: লখনউয়ের পিজিআই-তে চলছিল চিকিৎসা, আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত

Acharya Satyendra Das Dies
Acharya Satyendra Das Dies

 

লখনউ, ১২ ফেব্রুয়ারি : অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত। বুধবার লখনউয়ের পিজিআই-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর এক শিষ্য প্রদীপ দাস। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। প্রদীপ জানিয়েছেন, বৃহস্পতিবার অযোধ্যার সরযূ নদীর ধারে সত্যেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত তাঁর মরদেহ লখনউ থেকে অযোধ্যায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

গত রবিবার থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন সত্যেন্দ্র।বুধবার ভোরে হাসপাতালের তরফ থেকে জানানো হয়, তাঁর অবস্থা সঙ্কটজনক। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, সত্যেন্দ্র ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে রাম মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব সামলেছেন সত্যেন্দ্র। এই বছর ‘রামলালার’ প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।”

You might also like!