International

2 hours ago

Protesters set afire Mujibur Rahman: জনরোষে ধ্বংসস্তূপ মুজিবের বাড়ি, হাসিনার বাসভবনেও আগুন

Mujib's house destroyed in public anger, Hasina's residence set on fire
Mujib's house destroyed in public anger, Hasina's residence set on fire

 

ঢাকা, ৬ ফেব্রুয়ারি : বাংলাদেশ শান্ত হচ্ছেই না, এবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হল। আগুন লাগিয়ে দেওয়া হল শেখ হাসিনার বাসভবনেও। বুধবার রাত ১১টা থেকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু হয়। বৃহস্পতিবার সকালের মধ্যে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ৮টা নাগাদ বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়িতে। এরপর রাত ১০.৫৫ মিনিটে ক্রেন নিয়ে আসা হয় এবং ১১.১০ মিনিটে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়ি অভিমুখে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেয়।

খুলনার ‘শেখ বাড়ি’ এক সময় মধ্যরাত পর্যন্ত সরগরম থাকত। বাড়ির সামনে সারি বেঁধে দাঁড়িয়ে থাকত বিলাসবহুল গাড়ি। বাড়ির সামনে দিয়ে যেতেও যেন ভয় লাগত সাধারণ মানুষের। বুধবার রাতে খুলনার সেই ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। শেখ বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। আবার ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের ১০ নম্বর বাড়ির পর এবার ধানমন্ডি ৫/এ এলাকায় ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাতে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।

You might also like!