Country

20 hours ago

NF Rail : রেলওয়ে কলোনিতে এনএফ রেলের উচ্ছেদ অভিযান

NF Railway's eviction drive in Railway Colony
NF Railway's eviction drive in Railway Colony

 

গুয়াহাটি  : বেদখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। অননুমোদিত দখলের ফলে ট্রেন পরিচালনে বাধার সৃষ্টি হয়, সুরক্ষার ঝুঁকি সৃষ্টি করে এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো উন্নয়নে অন্তরায় হয়ে পড়ে। এছাড়া এ ধরনের দখল অপরাধমূলক কার্যকলাপ ও মাদক ব্যবহারের ক্ষেত্রে ভূমিকা পালন করে এবং অঞ্চলের সুরক্ষার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়ায়। এ সমস্ত কার্যকলাপ প্রতিরোধ করতে এবং রেলওয়ে সম্পত্তি ও রেলওয়ে কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। প্রেস বার্তায় লেখা হয়েছে, এই প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের নিউ গুয়াহাটি কমপ্লেক্সে ৭ ফেব্রুয়ারি উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সাহায্যে নিউ গুয়াহাটির ২০ জন রেলওয়ে আধিকারিক ও কর্মীদের পাশাপাশি স্থানীয় পুলিশের ২৪ জন আধিকারিক ও কর্মচারীর উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি), চানমারির তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত করা হয়।উচ্ছেদ অভিযানে ৬৮টি অননুমোদিত কোয়ার্টার খালি করা হয়েছে। সব মিলিয়ে এ মাসের মধ্যে মোট ১০৩টি কোয়ার্টার দখলমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে উচ্ছেদিত রেলওয়ে কোয়ার্টারে অবৈধভাবে প্রবেশের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। উচ্ছেদের আগে এসিপি চানমারি সমস্ত কর্মচারীর সাথে আলোচনা করে অভিযানটি উপযুক্ত পদ্ধতিতে, বৈধভাবে এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করা নিশ্চিত করেন। রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান মসৃণভাবে চালানো হয়েছে।

অননুমোদিত দখলদার সরানোর জন্য একই দিনে অন্য আরেকটি পৃথক উচ্ছেদ অভিযান উত্তরপুর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের মালিগাঁও এবং পাণ্ডু অঞ্চলে পরিচালনা করা হয়। কামাখ্যা পোস্ট থেকে রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং জালুকবাড়ি থানার স্থানীয় পুলিশের সাহায্যে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ সফলভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোনও বাধা ছাড়াই ১০টি রেলওয়ে কোয়ার্টার থেকে অবৈধ দখলদারদের মসৃণভাবে উচ্ছেদ করা হয়। রেলওয়ে সম্পত্তি রক্ষা করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং অননুমোদিত দখল প্রতিরোধ করতে ক্রমাগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সমস্ত ব্যক্তিদের প্রতি আইনি নিয়ম মেনে চলতে এবং অকর্তৃত্বশীল দখল খালি করার আহ্বান জানানো হয়েছে। চলমান পরিকাঠামোমূলক উন্নয়নে সুবিধা প্রদান করার পাশাপাশি সুরক্ষিত ও দক্ষ ট্রেন পরিচালন নিশ্চিত করতে রেলওয়ে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ, বলা হয়েছে প্রেস বার্তায়।

You might also like!