Country

1 day ago

Narendra Modi :কংগ্রেস একটি পরজীবী দল, নিশানা নরেন্দ্র মোদীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি : দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর  সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ বিজেপির প্রধান কার্যালয়ে বিজয়ী ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ করেন ৭টা ৩৫ মিনিট নাগাদ। এদিন তিনি তাঁর বক্তব্যে নিশানা করেন কংগ্রেসকে।

বলেন, কংগ্রেস একটি পরজীবী দল। যে বিশ্বাস করবে, হাত ধরবে সেই হারবে। তিনি বলেন, কংগ্রেস দিল্লিতে হারের ডবল হ্যাট্রিক করেছে। তারা পরপর ৬ বার একটাও আসন পায়নি। অথচ এই দলটা দেশের সবথেকে পুরোনো দল।

You might also like!