কলকাতা, ৩ ফেব্রুয়ারি : মহানগরী কলকাতায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই, সোমবারও শীতের আমেজ উধাও। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেশি। তবে, ফের একবার তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে কুয়াশার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। দু’তিন দিনে পারদ নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। তবে জাঁকিয়ে শীতের তেমন সম্ভাবনা নেই। সরস্বতী পুজোতেও চেনা শীতের দেখা মিলল না। সোমবার সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।