নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দিনের সফরে সোমবার ফ্রান্সে যাচ্ছেন। ফ্রান্স সফরে গিয়ে তিনি এআই অ্যাকশন সামিটে অংশ নেবেন, এছাড়াও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠকে বসবেন। প্যারিসে ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে শীর্ষ সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। দুই নেতা যৌথভাবে মার্সেইতে ভারতের নতুন কনস্যুলেট জেনারেলের উদ্বোধন করবেন।
বিদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী যাবেন আমেরিকায়, ১২-১৩ ফেব্রুয়ারি আমেরিকায় থাকবেন প্রধানমন্ত্রী। দু’দিনের সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করবেন তিনি। উল্লেখ্য, অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠানোর সময়ে মোদীর এই মার্কিন মুলুকে সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।