কলকাতা, ৩ ফেব্রুয়ারি : বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট বিপর্যয়ের ঘটনায় এবার গ্রেফতার হলেন ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার। হরিয়ানা থেকে অভিষেক নাগরা নামে ওই ব্যক্তিকে সোমবার সকালে ধরেছে নেতাজি নগর থানার পুলিশ। অভিষেকের সংস্থাই বাঘাযতীনের হেলে পড়া ওই ফ্ল্যাটটিকে সোজা করার দায়িত্ব নিয়েছিল। তবে তাতে কাজের কাজ হয়নি। উলটে আরও হেলে বড়সড় বিপর্যয় নেমে এসেছে বাসিন্দাদের জীবনে। কেন কাজে এমন গাফিলতি? কারা কাজের দায়িত্ব দিয়েছিল, সমস্ত খুঁটিয়ে জানতে অভিষেককে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চায়।