Country

3 hours ago

Omar Abdullah: ‘নিজেদের মধ্যে আরও লড়াই কর’, দিল্লির ফল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ওমরের

Omar Abdullah
Omar Abdullah

 

শ্রীনগর, ৮ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেস ও আম আদমি পার্টিকে কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ভোটের গণনা চলাকালীনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ 'মহাভারত' ধারাবাহিকের একটি অংশ শেয়ার করে ওমর আবদুল্লা লেখেন, ‘নিজেদের মধ্যে আরও লড়াই কর’।

ওমরের সোশ্যাল মিডিয়া বার্তায় স্পষ্ট, দিল্লিতে কংগ্রেস এবং এএপি-র আলাদাভাবে নির্বাচনে লড়াই করার দিকেই ইঙ্গিত দিয়েছেন তিনি। উল্লেখ্য, ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্সও ইন্ডি জোটের একটি অংশ। অনেকেই মনে করছেন, এক্স পোস্টে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, যে দিল্লি নির্বাচনে বিরোধী ঐক্য বজায় রাখা উচিত ছিল। নিজেদের মধ্যে লড়াই করে আসলে কোনও লাভই হয় না। গণনার প্রাথমিক ট্রেন্ডও তাই বলছে। বিজেপির থেকে বেশ কিছুটা দূরে এএপি, অন্যদিকে খাতাই খুলতে পারেনি কংগ্রেস শিবির।

You might also like!