Country

16 hours ago

Court granted bail to kuldeep: ৪ ফেব্রুয়ারি অস্ত্রোপচার, কুলদীপকে দু'দিনের জামিন দিল দিল্লি হাইকোর্ট

Court granted bail to kuldeep
Court granted bail to kuldeep

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : উন্নাও ধর্ষণ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে দু'দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্ট কুলদীপকে দু'দিনের জামিন মঞ্জুর করেছে। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিল্লির এইমস-এ অস্ত্রোপচার হবে কুলদীপ সিং সেঙ্গারের।

অস্ত্রোপচারের পরবর্তী দিন, ৫ ফেব্রুয়ারি তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ অস্ত্রোপচারের পরই আত্মসমর্পণ করতে হবে কুলদীপ সিং সেঙ্গারকে।

You might also like!