নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : সস্ত্রীক দিল্লি বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বুধবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও তাঁর স্ত্রী কল্পনা দাস তিন মূর্তির কাছে লায়ন্স বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।
ভোট দেওয়ার পর ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, ভারতীয় গণতন্ত্র অসাধারণভাবে পরিপক্ক, জনগণ দায়িত্ব সম্পর্কে সচেতন। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট বারংবার আমাদের ইভিএমের বৈধতা বহাল রেখেছে। সাংবিধানিক বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টই শেষ কণ্ঠস্বর, ইভিএমের বৈধতা নিশ্চিত করেছে এবং আমি মনে করি আমাদের এটা মেনে নিতে হবে, এটাই সুপ্রিম কোর্টের রায়। চন্দ্রচূড় আরও বলেছেন, "তরুণ ভোটারদের কাছে আমার বার্তা হল, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।"