kolkata

1 year ago

Indian Railways: ট্রেন লেট হওয়া থেকে মুক্তি দিতে শিয়ালদহ স্টেশন আনল নতুন প্রযুক্তি

Sealdah Station (File Picture)
Sealdah Station (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন  শিয়ালদহ স্টেশন। একাধিক শাখায় একগুচ্ছ ট্রেন রওনা হয় শিয়ালদহের বিভিন্ন প্লাটফর্ম থেকে। যাত্রীদের যাতায়াত কে আরো সুগম ও সহজ করতে এবার শিয়ালদহেই বসল এক আধুনিক প্রযুক্তিসম্পন্ন ব্যবস্থা। যে বিপুল সংখ্যক ট্রেন এই স্টেশন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় প্রতিনিয়ত, সেগুলির ওপর নজর রাখার জন্য এল নয়া প্রযুক্তি। শুক্রবারই সেই ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয় শিয়ালদহে। এই ব্যবস্থা কার্যকর হওয়ার ফলে ট্রেন দেরিতে চলার সম্ভাবনা কমবে, দুর্ঘটনার প্রবণতাও অনেক কমবে বলে দাবি করেছেন রেলে আধিকারিকরা। 

সিগন্যাল ও ট্র্যাকের অবস্থা ঠিক কী রকম, তা প্রতি মুহূর্তে দেখা সম্ভব এই প্রযুক্তির মাধ্যমে। ট্রেন কোথায় অবস্থান করছে, কোনও অসুবিধায় পড়েছে কি না, তাও সহজেই বুঝতে পারবেন আধিকারিকরা। ফলে যে কোনও গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। কোনও কারণে ট্রেন অন্যপথে ঘুরিয়ে দিতে হবে কি না, সেই নির্দেশও যাবে অপেক্ষাকৃত দ্রুত। ফলে হয়রানি কমবে যাত্রীদের।

উল্লেখ্য, শিয়ালদহের কন্ট্রোল অফিসে বসানো হয়েছে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম। আপাতত শিয়ালদহ-রাণাঘাট শাখার জন্য এই ব্যবস্থা কার্যকর হবে। পরে এর পরিধি আরও বিস্তৃত করা হবে।

এই ব্যবস্থার আওতায় শিয়ালদহের কন্ট্রোল রুমে বসে বিভিন্ন ট্রেনের তাৎক্ষণিক অবস্থান নিখুঁত ভাবে দেখা সম্ভব হবে। একই সঙ্গে বিভিন্ন লাইনে কোথায় কোন ট্রেন রয়েছে, বিভিন্ন সিগন্যাল এবং পয়েন্ট কী অবস্থায় আছে— সে সবও কন্ট্রোল রুমের বড় পর্দায় দেখা যাবে। এর ফলে ট্রেন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ এবং দ্রুত হবে। বিভিন্ন লাইনে প্রয়োজন অনুযায়ী ট্রেন ঘুরিয়ে দেওয়া, অতিরিক্ত ভিড়ের সময়ে বাড়তি ট্রেন চালানো ছাড়াও প্রয়োজনে ট্রেন তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়াও দ্রুত এবং সহজ হবে এই ব্যবস্থায়। এরই সঙ্গে রেলের বিভিন্ন পয়েন্ট ও ট্র্যাক সার্কিট ছাড়াও লেভেল ক্রসিং থেকে যন্ত্রের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কে তথ্য মিলবে। সমগ্র ব্যবস্থাটি অপটিক্যাল ফাইবারে যুক্ত থাকায় তথ্যের আদানপ্রদান সহজ হবে।

You might also like!