কলকাতা, ৯ ফেব্রুয়ারি : রবিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিন। এদিন বহু মানুষের মেলায় আসার সম্ভাবনা। তাঁদের সহজে মেলায় পৌঁছে দিতে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো দুপুর থেকে চালু হবে। দিনের প্রথম মেট্রো শিয়ালদহ থেকে দুপুর ২টো ১৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে ২টো ২৫ মিনিটে শুরু হবে এদিন। আপ-ডাউন মিলিয়ে এদিন ৭৪টি মেট্রো পরিষেবা দেওয়া হবে বলে জানা গেছে। শেষ মেট্রো শিয়ালদহ থেকে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে ৯টা ৪০ মিনিটে ছাড়বে।