কলকাতা, ৯ ফেব্রুয়ারি : রবিবার এবং সোমবার বঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। রবিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাগুলিতে। তবে কুয়াশার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই আগামী কয়েকদিন। এদিকে পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা।