ব্রাসিলিয়া, ২০ মার্চ : বিশ্বকাপ বাছাই পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিল খেলবে ২২ মার্চ শুক্রবার ভোরে কলম্বিয়ার সঙ্গে। ব্রাজিলের আরও একটি ম্যাচ আছে ২৬ মার্চ আর্জেন্টিনার বিরুদ্ধে। এই দুই ম্যাচে কেমন করবে ব্রাজিল? সে আলোচনা চলছে বিশ্বজুড়ে ব্রাজিল ভক্তদের মধ্যে। তার ওপর ব্রাজিল দলে ফিরতে চেয়েও ফিরতে পারলেন না নেইমার। আবার ইনজুরিতে পড়েছেন তিনি। এদিকে বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিল রয়েছে ৫ নম্বরে। সবদিক থেকেই চিন্তায় আছেন ব্রাজিল কোচ দরিভাল।
তবে এমন পরিস্থিতিতে ভক্ত-সমর্থকরদের শঙ্কা কমিয়ে দেওয়ার মত কথা বলেছেন কোচ দরিভাল জুনিয়র। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বুধবার রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিয়েছেন, যে পরিস্থিতিতে এখন ব্রাজিল দল রয়েছে তাতে মনে হচ্ছে উন্নতি করছে তারা। সমালোচনার মুখে থাকা দরিভাল জুনিয়র আশা প্রকাশ করেন, ব্রাজিল ফুটবল দল পুনরায় নিজেদের আসল পরিচয় ফিরে পাবে এবং জয়ের ধারায় ফিরে আসবে। ব্রাসিলিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে তার এই প্রত্যাশার কথা শুনিয়েছেন।