Country

3 days ago

K. Annamalai Slammed DMK: রাজনৈতিক স্বার্থে তামিলনাড়ুর স্বার্থ ক্রমাগত বিসর্জন দেওয়া হয়েছে,কে আন্নামালাই

K. Annamalai
K. Annamalai

 

চেন্নাই, ২২ মার্চ : ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের আহ্বানে আসন পুনর্বিন্যাস নিয়ে প্রথম যৌথ কমিটির বৈঠকের তীব্র সমালোচনা করলেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্নামালাই বলেছেন, "ডিএমকে ক্ষমতায় আসার পর গত চার বছরে, তামিলনাড়ুর স্বার্থ ক্রমাগতভাবে বিসর্জন দেওয়া হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কখনও কেরলে তাদের সাথে কথা বলতে এবং সমস্যা সমাধানের জন্য যাননি, কিন্তু এখন তিনি কেরলের মুখ্যমন্ত্রীকে তার তৈরি করা একটি কৃত্রিম সমস্যা নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তামিলনাড়ুর সমস্যা সমাধান না করার জন্য আমাদের নিন্দা।"

আন্নামালাই আরও বলেছেন, "প্রধানমন্ত্রী বলেছেন, জনসংখ্যা মানদণ্ড নয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি আনুপাতিক ভিত্তিতে হতে চলেছে... তাঁরা (ডিএমকে) কৃত্রিমভাবে এই সমস্ত অর্থহীনতা তৈরি করছে।"

You might also like!