Tripura

4 days ago

3% DA for Tripura Government Employees: ত্রিপুরায় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা

Tripura Chief Minister Dr. Manik Saha
Tripura Chief Minister Dr. Manik Saha

 

আগরতলা, ২১ মার্চ : ত্রিপুরা সরকারের সমস্ত স্তরের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত তিন শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা৷ শুক্রবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন৷

অধিবেশনে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, কর্মচারীরা বর্তমানে ত্রিশ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন৷ এখন নতুন করে তিন শতাংশ মহার্ঘভাতা যোগ করায় মহার্ঘভাতা পৌঁছল তেত্রিশ শতাংশে৷ তিনি আরও বলেন, এজন্য রাজ্য সরকারের বছরে ৩০০ কোটি টাকা ব্যয় হবে৷ এই বর্ধিত মহার্ঘভাতা ১লা এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা৷

প্রসঙ্গত, শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশ শুরু হয়েছে৷ এই অধিবেশন চলবে ১ এপ্রিল পর্যন্ত৷ এই বারদিনের মধ্যে ২১, ২৪, ২৫, ২৬, ২৯, ২৮ ও ২৯ মার্চ এবং ১ এপ্রিল অধিবেশন বসবে৷ গত ১৫ বছরের মধ্যে এত দীর্ঘদিনের বিধানসভার বাজেট অধিবেশন এই প্রথম হচ্ছে৷


You might also like!