প্যারিস : জাতীয় দলের জার্সিতে ফিরছেন এমবাপে। মার্চে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি। ফরাসি সংবাদমাধ্যমে জানিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ে দেশম।
দেশম বলেন, অবশ্যই এমবাপে জাতীয় দলে থাকবে। নির্দিষ্ট কিছু কারণের জন্যই গত দুই স্কোয়াডে সে ছিল না, তবে সামনে তাঁকে ঘিরে বিশেষ কিছু না ঘটলে, সে আগামী মাসের দলে থাকবে। তিনি আরও বলেন, এমবাপের কেরিয়ারে জটিল একটা সময় কেটেছে, তারপরও সে ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ। সে পুরো ফিটনেস ফিরে পেয়েছে, যা আমরা মাঠেই দেখতে পাচ্ছি। এখন তাঁর সব ঠিক হয়ে গেছে, কারণ সে প্রয়োজনীয় সবকিছু করেছে।