Country

18 hours ago

Sanjay Raut: জোটের রাজনীতিতে কোনও অহংকার থাকা উচিত নয় : সঞ্জয় রাউত

Sanjay Raut
Sanjay Raut

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : ইন্ডি জোটের অস্তিত্ব নিয়ে যখন প্রশ্ন উঠছে, এমন সময় উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত বললেন, জোটের রাজনীতিতে কোনও অহংকার থাকা উচিত নয়। সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "আমরা সবাই ইন্ডি জোটের অংশীদার, কংগ্রেস আমাদের সিনিয়র অংশীদার এবং রাহুল গান্ধী আমাদের নেতা। সবাইকে একত্রিত করা সিনিয়র অংশীদারের দায়িত্ব। এটি এএপি-রও দায়িত্ব ছিল।"

দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, "এখানে আলোচনা হওয়া উচিত ছিল, হয়তো ফলাফল অন্যরকম হত এবং বিজেপি জিতত না। এএপি এবং কংগ্রেস উভয়ই এর জন্য দায়ী। জোটের রাজনীতিতে কোনও অহংকার থাকা উচিত নয়। বড় ভাইয়ের দায়িত্ব কংগ্রেসের পালন করা উচিত।"

You might also like!