নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পুলওয়ামা হামলার ষষ্ঠ বার্ষিকীতে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পুলওয়ামা হামলার শহীদদের ত্যাগ ও উৎসর্গকে দেশ কখনই ভুলবে না। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ২০১৯ সালে পুলওয়ামায় আমরা যে সাহসী বীরদের হারিয়েছিলাম তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের ত্যাগ এবং দেশের প্রতি অটল উৎসর্গকে কখনই ভুলবে না।"