Country

13 hours ago

Terrible accident on Solapur-Pune highway: সোলাপুর-পুণে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৩ জনের, আহত ১৫

Terrible accident on Solapur-Pune highway
Terrible accident on Solapur-Pune highway

 

পুণে, ১০ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের সোলাপুর-পুণে হাইওয়েতে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও কমপক্ষে ১৫ জন কমবেশি আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সোলাপুর-পুণে হাইওয়ের ওপর কোলেওয়াড়ির কাছে। একটি ট্রাক, মিনিবাস ও দু'টি বাইকের মধ্যে সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মিনিবাসের চালক-সহ ৩ জনের। এছাড়াও ১৫ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ট্রাকটি ভুল লেনের দিকে চলে যায়, যার ফলে মিনিবাসটি উল্টে যায়। এই দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার জেরে সোলাপুর-পুণে হাইওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।

You might also like!