শিলং, ২২ মার্চ : এশিয়ান কাপের বাছাইয়ে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে শিলংয়ে অনুশীলন করছে ভারত। ম্যাচটি খেলা হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। সবশেষ প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এরপরও বাংলাদেশকে নিয়ে সতর্ক সুনীল ছেত্রীর ভারত। বিশেষ করে হামজাকে নিয়ে আলাদা পরিকল্পনা করছেন ভারতীয় কোচ মানোলো মার্কুয়েস। শুক্রবার অনুশীলনের পর শেফিল্ডের এই তারকার প্রশংসা করতে ভুলেননি তিনি, ‘হামজা অসাধারণ খেলোয়াড়। এখন সে প্রিমিয়ার লিগে না থাকলেও চ্যাম্পিয়নশিপে খেলে নিয়মিত।’ পাশাপাশি বাংলাদেশেরও প্রশংসা করেছেন মার্কুয়েস, ‘বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। গত ৩-৪ বার মরসুম ধরে ওরা একই কোচের অধীনে খেলছে। আমার মনে হয় এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা দুদলের জন্যই কঠিন হবে ম্যাচটা।’ মার্কুয়েসের চিন্তাটা আরও বেড়েছে ভারতীয় শিবিরে চোটের হানা দেখে। চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গেছেন দুই উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাঙতে, মানভীর সিং আর মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ। তাদের ছাড়া ভারত বাংলাদেশের বিপক্ষে বাড়তি পরীক্ষা দেবে তাতে সন্দেহ নেই।