West Bengal

5 hours ago

Lorry and car collide in Bagnan: বাগনানে লরি ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু সন্ন্যাসী ও সেবকের

Lorry and car collide in Bagnan, monk and servant die
Lorry and car collide in Bagnan, monk and servant die

 

হাওড়া, ১৭ মার্চ : হাওড়ার বাগনান লরি ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন দু'জন। সোমবার সকালে বাগনানের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত হয়েছেন আরও পাঁচ জন। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতার গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ওই সন্ন্যাসী ও সেবকের। পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে। আহত গাড়ির চালক-সহ ৫ জন।

You might also like!