Entertainment

1 year ago

Shah Rukh Khan: 'কাল হো না হো' ছবি থেকে কেন সরতে চেয়েছিলেন শাহরুখ?

Shah Rukh Khan from Kal Ho Na Ho (File Picture)
Shah Rukh Khan from Kal Ho Na Ho (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০০৩ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় শাহরুখ, প্রীতি জিণ্টা ও সইফ আলি খান অভিনীত কাল হো না হো ছবিটি। এই ছবিতে একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ককে ফুটিয়ে তোলা হয়েছিল। শীঘ্রই ২০ বছর পূর্ণ করতে চলেছে এই ছবি। 

সম্প্রতি ছবির পরিচালক নিখিল আডবানি জানান, 'চার দিন শ্যুটিং করার পর পিঠে ব্য়থা এবং অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। ও আমাকে বলেছিল, 'আমাকে সিনেমা থেকে সরিয়ে দিন'। আমরা না বলেছিলাম এবং আমরা শ্যুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা শ্যুটিং ছয় মাস পিছিয়ে দিয়েছিলাম'। পরিচালকের আরও জানান, , ‘চাপ ছিল কারণ ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কভি খুশি কাভি গম’ এত ভালো করেছে। যদি করণের অধীনে ধর্মা প্রোডাকশনের পরবর্তী সিনেমা ভালো না করে, তবে সমস্ত দোষ এই সত্যিটার উপর চাপানো হত ১০০ শাতাংশ ট্র্যাক রেকর্ডটি নিখিল আডবানির হাতে নষ্ট হয়েছে। তাই চাপ ছিল অপরিসীম’।

You might also like!