জলপাইগুড়ি, ১১ ফেব্রুয়ারি : অদম্য মনোবলের জেরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সিক ওয়ার্ড থেকে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এক ছাত্রী। তার নাম কৃষ্ণা রায়। সে জলপাইগুড়ি গার্লস হাইস্কুলের পড়ুয়া। মাধ্যমিকের সিট পড়েছে মেহেরুন্নেসা হাইস্কুলে। সোমবার প্রথম দিনের পরীক্ষা শেষে বাড়ি ফিরে অসুস্থ বোধ করে কৃষ্ণা। পেটের যন্ত্রণায় কাতরাতে থাকে সে। সোমবার রাতে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিক্যালে। মঙ্গলবার সেখান থেকেই পরীক্ষা দিচ্ছে সে।