Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

1 year ago

Realme 12+ 5G : ভারতে লঞ্চ হল realme 12+ 5G ফোন, জেনে নিন এই শক্তিশালী ফোনের স্পেসিফিকেশন

Realme 12+ 5G
Realme 12+ 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চীনা স্মার্টফোন কোম্পানি Realme ভারতে তার লেটেস্ট দুটি নতুন ডিভাইস লঞ্চ করেছে। Realme 12+ 5G এবং Realme 12 5G দুটি স্মার্টফোন Realme 12 Series এর আওতায় আনা হয়েছে। বলে দি যে কোম্পানি ইতিমধ্যেই দেশে Realme 12 Pro এবং Realme 12 Pro+ লঞ্চ করেছে। আসুন দেখে নেওয়া যাক রিয়েলমির দুটি নতুন ফোনের ফিচার এবং দাম কত।

Realme 12+ 5G এর দাম

ভারতে Realme 12+ 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 20,999 টাকা। একইভাবে ফোনের টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ সহ 21,999 টাকা দামে পেশ করা হয়েছে। Realme 12+ 5G ফোনের সঙ্গে কোম্পানি 3,998 টাকা দামের realme Buds T300 ইয়ারবাডস ফ্রিতে দিচ্ছে। এছাড়াও ICICI, HDFC এবং SBI ব্যাঙ্ক ইউজাররা এই ফোনটি কেনার সময় 2,000 টাকা ছাড় পাবেন।

Realme 12+ 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: Realme 12+ 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টচ স্যাম্পলিং রেট এবং 1200 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরম্যান্স: এই স্মার্টফোনটি Android 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ লঞ্চ করা হয়েছে। এতে 2.6 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 7050 অক্টা-কোর প্রসেসরে যোগ করা হয়েছে। গেমিঙের জন্য এই ফোনে একটি বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে।

মেমরি: Realme 12+ 5G ফোনে 12GB পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম রয়েছে। এতে 12GB ভার্চুয়াল র‌্যাম টেকনোলজি রয়েছে, যা ফিজিক্যাল র‌্যামের সঙ্গে যুক্ত হয়ে ফোনটিতে 24GB র‌্যামের পারফরম্যান্স দেয়। এছাড়াও এই ফোনে 2TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যাবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Realme ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme 12+ 5G-এর ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে। এছাড়াও এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

অন্যান্য: Realme 12+ 5G ফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে NFC, 5GHz Wi-Fi এবং Bluetooth 5.2 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।


You might also like!