International

1 hour ago

Israeli drone strike : ইজরায়েলের ড্রোন-হামলায় গাজায় মৃত অন্তত ২৪

Israeli drone strike (symbolic picture)
Israeli drone strike (symbolic picture)

 

গাজা, ২৩ নভেম্বর  : মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, যা গাজায় সাম্প্রতিক পরিস্থিতি ও মার্কিন পরিকল্পনার পরিবর্তন নিয়ে মিশরীয় গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করবে। একই সময়ে উত্তর ও মধ্য গাজায় ইজরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন মারা গিয়েছেন। আহত একাধিক। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের শীর্ষ কমান্ডারও।

ইজরায়েল অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, রাফাহে হামাসের লড়াকুদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামাস দাবি করেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই ঘটনায় হাজার হাজার মানুষ তেল আবিভে হোস্টেজ স্কোয়ারে জড়ো হয়ে বন্দি নিহতদের দেহ ফেরত আনার দাবি জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েলের হামলায় ৩১০-এর বেশি প্যালেস্টাইনি নাগরিক মারা গিয়েছেন।

You might also like!